Contact For Ad - 01622274693

Contact for Ad - 01622274693Header ADS

রিয়ালের ফরওয়ার্ড লাইনআপে যুক্ত হতে যাচ্ছে নতুন মুখ!


চেলসি ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ডকে কেনার ব্যাপারে খুব কাছে চলে এসেছে রিয়াল। এখন হ্যাজার্ডের "লস ব্লাঙ্কোসদের" দলে যোগ দেয়া সময়ের ব্যাপার মাত্র। 

চেলসি, মাদ্রিদ এবং হ্যাজার্ড তিন পক্ষই এই চুক্তির ব্যাপারে একটি সমঝোতায় এসেছে। খুব শীঘ্রই হ্যাজার্ড মাদ্রিদে যোগ দিতে যাচ্ছে। যেখানে আগামী ছয় মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হবেন।

মার্কার ভাষ্যমতে, গত সপ্তাহে ক্লাবের সমস্যা নিয়ে কথা বলার পর জিনেদিন জিদান এই দলবদলের ব্যাপারে তার সম্মতি জানিয়ে দিয়েছেন।

হ্যাজার্ডের স্কিল, গতি সবধরনের বৈশিষ্ট্যই জিদানের পছন্দ। তার মতে রিয়ালে এই মুহুর্তে এরকমই একজন ফরোয়ার্ড দরকার।

গত গ্রীষ্মে মাদ্রিদে প্রথমে চেলসির কাছে হ্যাজার্ডকে কেনার প্রস্তাব পাঠায়। তবে তখন চেলসি এই ২৮ বছর বয়সী খেলোয়ারের জন্য ২০০ মিলিয়ন ইউরো দাবী করে। তাই আর রিয়াল বেশিদূর আগায়নি। তবে বর্তমান চুক্তির মুল্য কত হতে পারে তা এখনো জানা যায়নি।

No comments

Theme images by luoman. Powered by Blogger.