কতো ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন কস্তা?
লা লীগায় এই মৌসুমে এখনও সাত ম্যাচ বাকি আছে। তবে এ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার ডিয়াগো কস্তার এবারের মৌসুম এখানেই শেষ। সর্বশেষ ম্যাচে রেফারির মাকে নিয়ে অশালীন মন্তব্য করায় লাল কার্ড দেখেছিলেন। লা লীগা কর্তৃপক্ষ তাকে আট ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে।
রেফারিকে অপমান করার জন্য কস্তাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আর বাকি চার ম্যাচ মাঠে তার ঔদ্ধত্য আচরনের জন্য।
গত শনিবার বার্সেলোনার কাছে হারার ম্যাচে কস্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ঐ ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন "জি মানজানো"। ম্যাচের পরে সে কতৃপক্ষের কাছে কস্তার ব্যাপারে নালিশ জানান। কস্তা তার মাকে অপমান করেছে এ ব্যাপারেও অবহিত করেন। সেই কারনেই কস্তার শাস্তি বেশি হয়েছে।
লা লীগায় ২০১৮/১৯ মৌসুমের আর মাত্র সাত ম্যাচ বাকি আছে। তাই এই মৌসুমে আর কস্তার মাঠে নামা হচ্ছে না।
No comments